১৪ নভেম্বর আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার মহড়া অনুষ্ঠিত হবে। এই মহড়া রাজ্য পুলিশ, টিএসআর, স্বাস্থ্যকর্মী, ফায়ার সার্ভিস, এনডিআরএফ, সিআরপিএফ অংশ নেবে। বিভিন্ন এজেন্সি অংশ নেওয়ার পাশাপাশি এন.ডি.এন.এ -র অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে বর্মা উপস্থিত থাকবেন।বুধবার পশ্চিম জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডঃ বিশাল কুমার। তিনি জানিয়েছেন, বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে সর্বমোট দুই শতাধিক কর্মী অংশ নেবে।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো যারা রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে তাদের মধ্যে কেমন সমন্বয় রয়েছে। তারা এদিন মানুষকেও সচেতন করবে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় কিভাবে নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করতে হবে।এ বিষয়ে বিস্তারিত তুলা ধরা হবে এদিন। তিনি আরো জানিয়েছেন, গত আগস্ট মাসের বন্যায় পশ্চিম জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সদর মহাকুমা এবং জিরানিয়া মহকুমায়। এর জন্য রিলিফ ক্যাম্প সহ অন্যান্য ক্ষেত্রে এখন পর্যন্ত সদর মহকুমা ব্যয় হয়েছে ৯ কোটি টাকা এবং জিরানিয়া মহকুমা জন্য ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা।