নিজের স্ত্রী এবং শাশুড়িকে ধারালো দা দিয়ে খুন করার ঘটনার মূল অভিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুনের ঘটনাটি কিভাবে ঘটিয়েছিল তা সম্পূর্ণভাবে দেখিয়েছে।
জানা গেছে গত ১৩ অক্টোবর মধুপুর থানার অন্তর্গত খামারহাটি এলাকারসোমা সমরজিৎ চৌধুরী আমতলী থানার অন্তর্গত ওএনজিসি নেতাজি নগর এলাকায় শশুর বাড়িতে গিয়ে তার স্ত্রী তনুশ্রী চৌধুরী এবং শাশুড়ি সোমা আচার্যকে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনার দিনই পুলিশের হাতে গ্রেফতার হয় মূল অভিযুক্ত সমরজিৎ চৌধুরী।
তার বিরুদ্ধে আমতলী থানার পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। পুলিশের কাছে সে খুনের ঘটনাটি স্বীকার করে। পরবর্তী সময়ে গত ৭ নভেম্বর আদালত অভিযুক্ত সমরজিৎ চৌধুরীকে চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।
পুলিশ রিমান্ড চলাকালীন সময়ে রবিবার দুপুরে সদরের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট অনিন্দ্য চক্রবর্তীর উপস্থিতিতে খুনের মামলার তদন্তকারী অফিসার সুস্মিতা দেবনাথ অতিরিক্ত নিরাপত্তা বলয়ের মাধ্যমে অভিযুক্ত সমরজিৎ চৌধুরীকে নেতাজি নগর স্থিত তার শ্বশুরবাড়িতে অর্থাৎ ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে অভিযুক্ত সমরজিৎ চৌধুরী কিভাবে নিজের স্ত্রী এবং শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে তা পুনরাবৃত্তি করে পুলিশকে দেখায়।
এদিন অভিযুক্ত সমরজিৎ চৌধুরীকে ঘটনাস্থলে দেখতে পেয়ে এলাকার লোকজন এসে জরো হয়। এদিন উপস্থিত এলাকাবাসীরা পুলিশকে দেখতে পেয়ে অভিযুক্ত সমরজিৎ চৌধুরীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে।