এক উশৃঙ্খল মহিলার দায়ের আঘাতে গুরুতরভাবে আহত আরেক মহিলা! ঘটনা শনিবার আমতলী থানার অন্তর্গত আমতলী বারুইপাড়া এলাকায়।| জানা গেছে ওই এলাকায় কল্যাণী ঘোষ নামে এক মহিলার তান্ডবে দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকাবাসীরা প্রতিষ্ঠিত হয়ে উঠেছিল। কল্যাণী ঘোষ কোন কারণ ছাড়াই এলাকার মহিলাদের উপর আক্রমণ করত।
ঠিক একইভাবে শনিবার সকালে একই এলাকার বাসুদেব দত্ত এর স্ত্রী শতু সাহা দত্ত দোকানে যাচ্ছিল কল্যাণী ঘোষের বাড়ির সামনে দিয়ে এক সে সময় কল্যাণী ঘোষ হাতে দাঁড়ালো দা দিয়ে শতু সাহা দত্ত এর মাথায় আঘাত করে এবং সঙ্গে সঙ্গেই শতু সাহা দত্ত মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাটি স্থানীয় এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় আমতলী থানায়।
খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে কল্যাণী ঘোষ সহ উনার হাতে থাকা ধারালো দা উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার কিছুক্ষণ পর আহত মহিলার স্বামী বাসুদেব দত্ত আমতলী থানায় অভিযুক্ত কল্যাণী ঘোষের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে।
এই ব্যাপারে আমতলী থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে এবং শনিবার বিকেলে অভিযুক্ত কল্যাণী ঘোষকে আদালতে প্রেরণ করে। এদিকে এই ধরনের ঘটনায় আমতলী বারুইপাড়া এলাকার লোকজন অভিযুক্ত কল্যাণী ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।