কমলাসাগর বিধানসভার মধুপুরে স্কুল মাঠে অনুষ্ঠিত হয় কসবেশ্বরী নক আউট ফুটবল টুর্নামেন্ট।শুক্রবার বিকালে মধুপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা । এছাড়া স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেবের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে নির্মিত জিম উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজিব ভট্টাচার্য, বিধায়ক সুশান্ত দেব, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলাশাসক ড: সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, সমাজসেবক চিত্তরঞ্জন দেবনাথ, রিপন সরকার প্রমূখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন স্থানীয় বিধায়ক অন্তরা সরকার দেব। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে নবনির্মিত জিমের উদ্বোধনের পাশাপাশি নেশা মুক্ত সমাজ গড়ার আহবানে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় । টুর্নামেন্টে এ পর্যন্ত দশটি দল অংশগ্রহণ করেছে। চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে ট্রফি এবং মোটরসাইকেল প্রদান করা হবে। এছাড়া প্রতিটি ম্যাচে ম্যান অফ দা ম্যাচ এবং ম্যান অফ দা টুর্নামেন্ট এর পুরস্কার থাকবে জানিয়েছেন মধুপুর প্লে সেন্টার ।