জেলা ভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস।
ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে ঊনকোটি কলাক্ষেত্রে আজ থেকে শুরু হয়েছে জেলা ভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলা ২০২৪। যুব ও ক্রীড়া বিসয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত জেলা ভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকারের মৎস দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস,মহকুমা শাসক প্রদীপ সরকার,যুব ও ক্রীড়া দপ্তরের আধিকর্তা অমিত যাদব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন দুপুর প্রায় ১২টা নাগাদ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে জেলা ভিত্তিক যুব উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিরা। মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া দপ্তরের আধিকর্তা অমিত যাদব। এই যুব উৎসবে মোট পাঁচটি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যেখানে লোকনৃত্য, আবৃত্তি,বক্তৃতা ছাড়াও থাকছে আরো বেশ কয়েকটি প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান। রাজ্যে বন্যা পরিস্থিতির কারনে এবার ব্লক,পুর পরিষদ ভিত্তিক যুব উৎসবের আয়োজন না করে সরাসরি জেলা ভিত্তিক যুব উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাস তার বক্তব্য বলেন,বর্তমান যুব সমাজই আগামীর ভবিষ্যৎ। এই যুব উৎসবের অনেকটা গুরত্ব কিংবা মহত্ত্ব রয়েছে। এই যুব উৎসবের মাধ্যমে আমাদের জেলা কিংবা মহকুমার এলাকার যারা যুবকরা আছেন তাদেরকে বিভিন্ন ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা অন্যতম পন্থা। এছাড়াও আমাদের জেলার যুবদের মেধাকে বিকশিত করাও এই যুব উৎসবের একটা মূল লক্ষ্য। গান,নৃত্য কিংবা নাট্য প্রতিভা আমাদের জেলায় যুবদের মধ্যে কতটুকু রয়েছে তা বাছাই করতেই যুব উৎসবের আয়োজন করা হয় প্রতিবছর। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন কোন ধরনের বিতর্ক ছাড়া যেন এই জেলা ভিত্তিক যুব উৎসব সমাপ্ত করা যায়।ভাষনের পর মন্ত্রী নিজে রাজ্যের বিশিষ্ট নাট্যকার রবীন্দ্র ভট্টাচার্যকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান। তার পর বিজ্ঞান বিষয়ক বিভিন্ন স্টল ঘুরে দেখেন|