মন্ত্রী বিকাশের দুর্নীতি এবার উর্ধ্বসীমায়। একের পর এক দুর্নীতির শীর্ষ তালিকায় উঠে আসছে ত্রিপুরার জনজাতিক কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বাবুর নাম। যত দিন যাচ্ছে ততই যেন বেপোয়ারা হয়ে উঠছেন রাজ্যের চর্চিত মন্ত্রী বিকাশ বাবু। এবার মুখ্যমন্ত্রীর হাতে থাকা তথ্যসংস্কৃতি দপ্তরের নিয়ম নির্দেশিকাকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে কাজ করলেন বিকাশ বাবু। মন্ত্রী বিকাশের নামের সাথেই যেন জড়িয়ে গেছে দুর্নীতির নাম। মুখ্যমন্ত্রীকে শীতঘুমে রেখে সরকারি নিয়ম নীতির আদ্য শ্রাদ্ধ করলেন দুর্নীতিগ্রস্ত মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি যেন নিজের বিরুদ্ধে উঠা অভিযোগগুলোকে ধামাচাপা দিতে পারে তার চেষ্টাই করলেন। একাংশ youtube এবং facebook মাধ্যমকে বেআইনিভাবে জনজাতি কল্যাণ দপ্তর থেকে মন্ত্রীর নির্দেশে দেয়া হলো সরকারি বিজ্ঞাপন। তা ও আবার তথ্য সংস্কৃতি দপ্তরের নাম উল্লেখ করে।বিজ্ঞাপন প্রদান করা হলেও মানা হয়নি কোনো নিয়ম। মন্ত্রী বিকাশের অনৈতিক কর্মকাণ্ড কিছুতেই হ্রাস পাচ্ছে না। এখন দেখার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী বিকাশের এহেন কান্ডে আদৌ কোন লাগাম টানতে পারে কিনা