25 শে অক্টোবর থেকে রাজধানী আগরতলার এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে রঞ্জিত ট্রফি ত্রিপুরা বনাম মুম্বাইয়ের খেলা। বিগত বেশ কিছুদিন ধরেই এই ক্রিকেট ম্যাচ ঘিরে ত্রিপুরায় ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে মুম্বাই দলের হয়ে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা বেশ কিছু খেলোয়াড় অংশগ্রহণ করায় এই ক্রিকেট ম্যাচের তাৎপর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে
আজ নিজের ব্যস্ত সময় সুচির মধ্যেও অল্প সময়ের জন্য স্টেডিয়ামে গিয়ে খেলা দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী যথেষ্ট ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বললেন এবং এর পাশাপাশি নরসিংগড়ে নির্মীয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে যথেষ্ট আশাবাদ ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রীর দাবি খুব সহসাই উন্মুক্ত হয়ে যাবে এই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং রাজ্যে বড় মাপের খেলা অনুষ্ঠিত হবে বলে মুখ্যমন্ত্রী আশাবাদী।