ভগৎ সিং যুব আবাসে বিজেপির সাংগঠনিক বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ আরো অন্যান্যরা। রজধানী আগরতলার ভগৎ সিং যুব আবাসে বিজেপি দলের রাজ্য সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে।
একদিনের এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের প্রায় সকল স্তরের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ।এই বৈঠক সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে অভিমত প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে মূলত সংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে চলছে বিশ্লেষণের জন্য এই বৈঠক, পাশাপাশি মুখ্যমন্ত্রীর দাবি থেকে পরিষ্কার চলমান সদস্যতা অভিযানের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা এবং পর্যালোচনা হবে।
যদিও সাংগঠনিক বৈঠক খুব বিশেষ কিছু এজেন্ডা সংবাদ মাধ্যমের কাছে আসে না, কিন্তু তারপরেও অনুমান করা যাচ্ছে এই সময়ের মধ্যে সদস্য সংগ্রহ অভিযানের পরিপ্রেক্ষিতে আলোচনার পাশাপাশি আগামী দিনকে সামনে রেখে শাসক বিজেপি দলের তরফ থেকে বেশ কিছু ইতিবাচক বিষয়কে সামনে রেখে আজকের বৈঠকে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে।