সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনকে সামনে রেখে ত্রিপুরা পুলিশ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে আজ সকালে একতার জন্য দৌড় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে।
এ ডি নগর পুলিশ মাঠে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের উদ্যোগে শনিবার একতার জন্য দৌড় অনুষ্ঠিত হয়েছে। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনকে সামনে রেখে একতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্য পুলিশ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে আজকের এই একতার জন্য দৌড়ের আয়োজন করা হয়।
ইতিমধ্যে পুলিশ হেড কোয়ার্টারের পক্ষ থেকে সাইকেল র্যালি ও বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছিল।আজকের এই একতার জন্য দৌড়ের সূচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে। তিনি জানান, একতার জন্য দৌড় এ ডি নগর পুলিশ মাঠ থেকে শুরু হয়ে পুলিশ মুখ্য কার্যালয় পর্যন্ত যাবে এবং পুনরায় এডি নগর পুলিশ মাঠে গিয়ে সমাপ্ত হবে।