এভারেস্ট বেস ক্যাম্পে ত্রিপুরার প্রথম মহিলা পর্বত আরোহী হিসেবে পৌঁছনোর রেকর্ড গড়লেন পিয়ালী দেব। ছয় মাস আগে উত্তরপূর্ব নেপালের সোলুখুমবু জেলার এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছনোর স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন পিয়ালী। রাজধানী কাঠমান্ডু’র খারিখোলা থেকে চার দিনে ৭০ কিলোমিটার ট্র্যাকিং করে ২৪ অক্টোবর পৌঁছান সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ৫৯৮ ফুট উঁচুতে এভারেস্ট বেস ক্যাম্পে। স্বপ্ন পূরণ হওয়ায় ভীষন খুশী রাজ্যের এই পর্বত আরোহী। পিয়ালীর শখ এডভেঞ্চার স্পোর্টস সহ ভ্রমনে।..