পূর্ব শত্রুতার জেরে ফলন্ত ফসলের গাছ কেটে দিলো রাতে আধারে দুষ্কৃতীরা এক কৃষকের বামুটিয়ায়
বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জেরে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বেরীমুড়া এলাকার অমল সিং নামে এক কৃষকের ফলত বেগুন গাছ এবং লাউ গাছ কেটে দিলো রাতের আধারে দুষ্কৃতীরা।সকালে জমিতে এসে সবজি ক্ষেতের কাটা অবস্থা দেখে মাথায় হাত কৃষকের।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান রাতের আধারে দুষ্কৃতীরা উনার ফলন্ত বেগুন গাছ কেটে দেয়, উপ্রে ফেলে দেয় এবং লাউ কেটে দেন।উনার ধারণা পূর্ব শত্রুতার জেরেই উনার এই ক্ষতি করা হয়েছে।তবে ফসল ধ্বংস করার সংস্কৃতি বামুটিয়ায় ছিলনা সম্প্রতি সামান্য সামান্য বিষয়কে কেন্দ্র করে মানুষের ফসল ধ্বংস করার সংস্কৃতি আমদানি হয়েছে এই এলাকায়।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৃষকদের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ..
ফলন্ত ফসলের গাছ কেটে দিলো রাতে আধারে দুষ্কৃতীরা
Leave a comment