শান্তির বাজার মহকুমার কালাছড়া এলাকায় দুর্ঘটনার স্বীকার একটি চোরাইকাঠ বোঝাইগাড়ী। ঘটনার বিবরনেজানাযায় শুক্রবার সকালবেলা শান্তির বাজার পেট্রোলপাম্পে তেল নিতেগিয়ে টি আর ০৩ ০৪৭৯ নাম্বারের মারুতি ভ্যানগাড়ীর মধ্যে বিপুল পরিমানে চোরাইকাঠ দেখতেপায় বনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের কর্মীদের দেখে চোরাইকাঠ বোঝাইগাড়ীটি পালিয়োযাবার চেষ্টাকরে। জানাযায় বনদপ্তরের গাড়ীটি দুর্ঘটনাঘটাতে বনদস্যুরা চোরাইকাঠ বোঝাইগাড়ী থেকে একের পর এর কাঠ রাস্তায় ফেলেরেখে পালিয়েযাবার চেষ্টাকরে।
সকল প্রচেষ্টাকরাসত্বেও কালাছড়া এলাকায় পৌঁছানোরসঙ্গে সঙ্গে কাঠ বোঝাই গাড়ীটি নিয়ন্ত্রয়হারিয়ে দুর্ঘটনার কবলেপরে। এতেকরে কাঠ বোঝাই গাড়ীতে থাকা একজন কাঠের চাপাপরে গুরতর আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিতহয় শান্তির বাজার দমকলবাহিনীর কর্মীরা। দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহয়ে আহত ব্যক্তিকে ঘটনাস্থলথেকে উদ্ধারকরে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলাহাসপাতালে নিয়েআসে। অপরদিকে বনদপ্তরের কর্মী ও আরক্ষাপ্রসাশন ঘটনাস্থলে উপস্থিতহয়ে চোরাই কাঠ ও কাঠ বোঝাইগাড়ীটি ঘটনাস্থলথেকে উদ্ধারকরেনিয়েআসে। জানাযায় দুর্ঘটনায় আহত ব্যক্তি শান্তির বাজার পশ্চিম পাড়ার বাসিন্দা সুজন দেবনাথ ( ৪০ ) । আহত ব্যক্তি বর্তমানে জেলাহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।