বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় একই এলাকার তিনটি মিষ্টির দোকান পুড়ে ছাই, ঘটনার পরপরই অগ্নি নির্বাপক দপ্তরের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় জনবহুল এলাকায় আগুন নিয়ন্ত্রণ করা যায়, স্বাভাবিকভাবেই গোটা ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।ঘটনার বিবরণে প্রকাশ রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায় কোনভাবে একটা মিষ্টির দোকানের কারখানা ঘরের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।। মুহূর্তের মধ্যেই এই অগ্নিকাণ্ড সন্নিহিত মোট তিনটা মিষ্টির দোকান কে নিজের আয়ত্তে নিয়ে নেয়। দৌড়ঝাপ শুরু হয় এলাকা জুড়ে, পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। আপ্রাণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা গেছে, ক্ষয়ক্ষতি নিরূপণ সংবাদ প্রেরণ পর্যন্ত শেষ করা না গেলেও এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনটি মিষ্টি দোকানই একেবারে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে।