প্রায় এক মাস ধরে নির্জলা এই গ্রামটি, ছড়া কিংবা গর্তের জমানো জলেই একমাত্র ভরসা। বারবার জনপ্রতিনিধিদের দুয়ারে দুয়ার ঘুরেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অন্যদিকে পরিশুদ্ধ পানীয় জলের অভাবে এলাকাটির মধ্যে দেখা দিচ্ছে বিভিন্ন জলবাহিত রোগের প্রাদুর্ভাব। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরুদ্ধ করে স্থানীয় এলাকাবাসীরা। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন ৩৬ মাইল এলাকায়। জানা যায়, ওই সকল প্রত্যন্ত এলাকা গুলিতে প্রায়ই পানীয় জলের সঙ্কট দেখা দেয়।
এর আগেও বেশ কয়েকবার পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ হয়েছিল এবং প্রশাসনের তরফ থেকে বারবার ই শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া হতো,কিন্তু কাজের কাজ আজ পর্যন্ত কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে এলাকাবাসীরা পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে। বলে রাখা ভালো, এই এলাকাটি রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্র। পরবর্তী সময়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং মুঙ্গিয়াকামী থানার পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পরিশোধিত পানীয় জল দেওয়ার প্রতিশ্রুতি দিলে এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ তুলে নেয়।