গোটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্ক যে মন্ত্রীকে নিয়ে হয়েছে তিনি হচ্ছেন রাজ্যের বর্তমানের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রী বিকাশ বাবুর বিরুদ্ধে বিধানসভা সহ বিধানসভার বাইরে একাধিক তথ্যসমৃদ্ধ অভিযোগ উত্থাপিত হয়েছে।কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে মন্ত্রীর বিরুদ্ধে। নিজের কেলেঙ্কারিকে আড়াল করতে দৌড় ঝাপ শুরু করেছে মন্ত্রী বিকাশ দেববর্মা উদ্দেশ্য একটাই দলের হাই কমান্ডের কাছে নিজেকে প্রাসঙ্গিক করে তোলা /রাজ্যজুড়ে মন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে শাসক দলের শীর্ষস্থর পর্যন্ত নড়েচড়ে বসেছে এমন কিন্তু খবর রয়েছে।
এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে আবারো বিজেপি দলের হাই কমান্ডের কাছে প্রাসঙ্গিক করার প্রয়াস নিয়ে ময়দান চসে বেড়াচ্ছে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।বৃহস্পতিবার নিজ এলাকার রেশনসপ পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা/ নির্মাণ কাজও খতিয়ে দেখলেন মন্ত্রী।২৯ কৃষ্ণপুরের অন্তর্গত জালাইরুং কমিতে ২ কোটি টাকার বরাদ্দ নির্মাণাধীন রেস্ট হাউস সাইট অতি শীঘ্রই সম্পন্ন করার উদ্দেশ্যে কাজ পরিদর্শন করেন ও কাজের অগ্রগতির খোঁজ খবর নেনমন্ত্রী বিকাশ দেববর্মা।