২৬ শে অক্টোবর থেকে আগরতলা এম বি বি মাঠে অনুষ্ঠিত হবে মুম্বাই বনাম ত্রিপুরা রঞ্জি ট্রফি ম্যাচ তার আগে আজ এম বি বি মাঠে উভয় দল নেট প্র্যাকটিস করে ।মুম্বাই দলের হয়ে অজিঙ্ক রাহানে, সার্ধুল ঠাকুর সহ একাধিক তারকা খেলোয়াড় রয়েছে যারা আগামী ২৬ তারিখ থেকে এম বি বি মাঠে খেলতে দেখা যাবে। উলেখ্য এ বারের রঞ্জি ট্রফিতে হার দিয়ে যাত্রা শুরু করেছিল মুম্বই। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অজিঙ্ক রাহানের দল মুখোমুখি হয়েছিল মহারাষ্ট্রের (Maharashtra)।
চতুর্থ ইনিংসে পৃথ্বী শ-দের টার্গেট ছিল মাত্র ৭৪ রান। মুম্বইয়ের জয়ের জন্য চতুর্থ দিন প্রয়োজন ছিল ৬১ রান। আয়ুষ মাহত্রে ও পৃথ্বী শ জুটিতে ওপেনিংয়ে ওঠেছিল ৩৬ রান। এরপর পৃথ্বীশ ও হার্দিক তোমর মিলে দ্বিতীয় উইকেটে জয় তুলে নেন। ১৩.৩ ওভারে ১ উইকেটে ৭৫ রান স্কোরবোর্ডে তুলে ফেলে মুম্বই। শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমি বিকেসিতে দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে অপরাজিত থেকেন পৃথ্বী শ।