মায়ের বকুনি সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো ছেলে।ঘটনার রাস্তার মাথা এলাকায় শুক্রবার রাতে।।জানা যায় রাস্তার মাথা এলাকায় আপন দেবনাথ দীর্ঘদিন যাবৎ নেশাগ্রস্ত অবস্থায় প্রতিনিয়ত বাড়িতে ফেরেন। মায়ের কাছ থেকে প্রতিনিয়ত জোরপূর্বক টাকা নিয়ে বাইরে থেকে বন্ধুদের সাথে নেশা সেবন করে বাড়িতে ফেরেন।।
শুক্রবার রাতেও তা ব্যতিক্রম হয়নি।। নেশা গ্রস্ত অবস্থায় শুক্রবার রাতে বাড়িতে আসার পর আপন দেবনাথের মা ছেলেকে শাসন করেন।। মায়ের সাথে কিছুটা সময় কথা কাটাকাটি হওয়ার পর মা ঘুমিয়ে পড়েন।। হঠাৎ করে মা ঘুম থেকে দেখতে পায় আপন দেবনাথ ঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় রয়েছে।।ছেলের এমন অবস্থা দেখতে পেয়ে মা চিৎকার শুরু হয়।।
আপন দেবনাথের মায়ের চিৎকার শুনে রাতে এলাকাবাসীর জড়ো হতে থাকে মৃত আপন দেবনাথের বাড়িতে।।খবর দেয়া হয় বিশালগড় থানায়।। ঘটনার খবর পেয়ে রাতে বিশালগড় থানার পুলিশ ছুটে যায়।।কিন্তু রাতে পুলিশ মৃতদেহ ঝুলন্ত অবস্থায় থেকে নামানোর কোনরকম উদ্যোগ গ্রহণ করেননি।।রাত ১: ৩০ মিনিট থেকে সকাল পর্যন্ত মৃত দেহ বারান্দায় ঝুলন্ত অবস্থায়।। এলাকাবাসী সকাল হতে একাধিকবার থানায় যোগাযোগ করা হলে পুলিশ সে মৃতদেহ নামিয়ে আনার মত কোনরকম উদ্যোগ গ্রহণ করেনি এমনকি পরিবারের লোকেদের বলে দেন যদি আপনারা পারেন তাহলে মৃতদেহ নামিয়ে নিন। পুলিশের দায়িত্ব জ্ঞান হীনতার নিয়ে প্রশ্ন তুললেন এলাকাবাসী।।