মনে প্রবল ইচ্ছাশক্তি এবং লক্ষ ্য স্থির থাকলে যে কোন অসাধ্যই সাধন করা সম্ভব, সেখানে বাধা হতে পারে না প্রতিবন্ধকতা। সেটা আবারও প্রমাণ করলো সোনামুড়া মহকুমার মেলাঘর পোয়াংবাড়ি বর্মন টিলা, ৬ নং ওয়ার্ডের প্রতিবন্ধী সাঁতারু সমীর বর্মন। রাজ্য এবং জাতীয় স্তরে খ্যাতি অর্জনের পর এবার আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সমীর বর্মন। আগামী ১৪ থেকে ১৯ মে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি প্যারাসিমিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিবন্ধী আসর। সেখানে ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রাজ্যের দুই প্রতিবন্ধী প্যারাসুইমার সমীর বর্মন এবং রাজধানীর প্রতাপগড়ের অপর এক প্রতিবন্ধী যুবক বিনীত রায়।
আজ তারা রাজ্য থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। আগামী ১৩ তারিখ তারা সুইজারল্যান্ড এর উদ্দেশ্যে পাড়ি দেবে। সমীরের বাবা খোকন বর্মন একজন বিরি শ্রমিক এবং মা গীতা রানী বর্মন গৃহিণী । চরম দারিদ্রতার মধ্যেও নিজের ছেলের এই খ্যাতিতে খুশি সমীরের বাবা-মা এবং আত্মীয় পরিজনদের পাশাপাশি পাড়া পড়শিরাও। আন্তর্জাতিক আসরে ও সমীর দেশের নাম উজ্জ্বল করবে সেই আশাতেই রয়েছে তারা। বিগত কিছুদিন যাবত সমীর আগরতলা তেই প্রশিক্ষণরত অবস্থায় রয়েছে । চরম দৈনতা সত্ত্বেও তাই আজ সমীরের বাবা এবং মা সমীরকে বিমানবন্দরে অভিনন্দন জানাতে ছুটে যান।
এদিকে সমীরকে প্রায় ১৪ বছর যাবত থেকে যিনি প্রশিক্ষণ দিয়ে আসছেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলর সুইমিং কোচ তথা মেলাঘর সুইমিং সেন্টারের প্রশিক্ষক শান্তনু দাস জানান সমীরের এই সাফল্যে তিনি অত্যন্ত খুশি পাশাপাশি মেলাঘড়ের সুইমিং সেন্টারে যে সাঁতারুরা রয়েছে তাদের মধ্যেও একটা দারুণ আগ্রহ তৈরি হয়েছে , তারা আগামী দিনে সমীরের মতোই রাজ্য এবং দেশের নাম উজ্জল করতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন। পাশাপাশি তিনিও আন্তর্জাতিক স্তরে সমীরের সাফল্য কামনা করেন।