আবারও পরকীয়ার জেরে ১৯ বছরের সংসার ও ১৭ বছরের ছেলেকে রেখে পালালো পর পুরুষের সঙ্গে এক মহিলা! ঘটনা এবার উদয়পুরে।
সোমবারে জানাজায় মাতাবাড়ি এলাকার স্বপন দেবনাথ আজ থেকে ১৯ বছর আগে সামাজিকের রীতিনীতি মেনে শংকরী দেবনাথ কে বিয়ে করে। বিয়ের পর সবকিছু ঠিকঠাক থাকলেও গত দু’বছর আগে স্বপন বাবু স্ত্রী একটি মোবাইল ফোন কিনে, এরপর থেকেই যত সমস্যা সূত্রপাত। প্রতিনিয়ত স্বামীর সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হতেন সেই স্ত্রী। এমন দীর্ঘদিন ধরে চলার পর হঠাৎ করেই গত কয়েকদিন আগে সেই গৃহবধূ উধাও। আর এই বিষয়টিকে সামনে রেখে স্বামী মিসিং ডায়েরি করেন আর কেপুর থানায় এবং এ ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী মোবাইল ফোন এমনটি দাবি করেন
১৯ বছরের সংসার ছেড়ে পালালো বধূ
Leave a comment