মাত্র ১২ বছর বয়সে কোরআন মুখস্থ করে হাফেজ সম্মান লাভ করে সোনামুড়ার ফয়সাল আহমেদ।।
খুদে হাফেজ ফয়সাল কে সংবর্ধনা প্রদান করলো মসজিদ কমিটি! ১২ বছর বয়সে কোরআন মুখস্থ করে হাফেজ উপাধি লাভ করে ফয়সাল। এক ব্যতিক্রমী উদ্যোগ নিলো গ্ৰামবাসী, অল্প বয়সে ত্রিশ পাড়া কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ উপাধি লাভ করা ফয়সালকে গ্ৰামের তরফ থেকে সংবর্ধনা প্রদান করা হয় শুক্রবার, সোনামুড়া মহকুমার দাওধারানী সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা থেকে আটই ফেব্রুয়ারি ৭জন ছাএ আল-কুরআন মুখস্থ করে হাফেজ উপাধি লাভ করে ।
তার মধ্যে ময়নামা বড়টেপা গ্রামের আনোয়ার হোসেনের বড় ছেলে ফয়সাল আহমেদ একজন, মাত্র ১২ বছর বয়সে ত্রিশ পাড়া কোরআন মুখস্থ করে নেয় সে, আর তার এই সাফল্যে গ্ৰামের নাম উজ্জ্বল করায় ময়নামা বড়টেপা মসজিদ কমিটির তরফ থেকে শুক্রবার জুম্মার নামাজের সময় তাকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়, মসজিদ কমিটি জানায় অনেকেই বিভিন্ন দিক দিয়ে গ্ৰামের নাম উজ্জ্বল করেছ, ফয়সালও অল্প বয়সে কোরআন শরীফ মুখস্থ করে যেবে ভাবে গ্ৰাম নাম উজ্জ্বল করেছে তাই তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়, যাতে অন্যরাও উৎসাহ হবে, এবং হাফেজ ফয়সাল হোসেন যাতে আগামীতে বিভিন্ন ক্ষেত্রে এই ভাবে গ্ৰামের নাম উজ্জ্বল করতে পারে এবং তার ভবিষ্যত এর জন্য শুভকামনা জানানোর জন্য এই উদ্যোগ।