চুরি হওয়ার 12 ঘণ্টার মধ্যে চোর সহ চুরি হওয়ার স্বর্ণের চেইন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
সোমবারে জানা যায় গতকাল ওদের পোস্ট সেন্ট্রাল রোড এলাকার একটি জুয়েলারি শোরুম থেকে স্বর্ণের চেন চুরি করা হয়েছে এই অভিযোগ দায়ের হয় আর কে পুর থানায়, অভিযোগ পাওয়া মাত্র আর কেপুর থানার পুলিশ কর্মীরা ঘটনার তদন্ত শুরু করে, পুলিশ একটা সময় জানতে পারে সিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত চোরের বাড়ি আমতলী এলাকায়। এরপরেই গভীর রাতে আর কেপুর থানার ওসি বাবুল দাস সহ আর কি পুর থানার পুলিশের একটি বিশেষ টীম হানা দেয় অভিযুক্ত চোরের বাড়িতে।
মধ্যরাত হোয়ার ফলে চোর বাড়িতে ছিল তাই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে, পাশাপাশি চুরি করার স্বর্ণের চেনটি কোথায় রেখেছে তা জিজ্ঞাসাবাদ শুরু করে, একটা সময় পুলিশের জেরাতে অভিযুক্ত চোর চুরি করার স্বর্ণের চেইনটি বের করে দেয় পুলিশের হাতে। মধ্যরাতে পুলিশের এই সাফল্যে খুশি সে জুয়েলারি শোরুমের মালিক। শুক্রবার অভিযুক্ত রশিদ মিয়াকে উদয়পুর আদালতে তোলার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানিয়েছেন আর কেপুর থানার ওসি ইন্সপেক্টর বাবুল দাস