শিলিগুড়ির সুন্দরবন জাতীয় উদ্যান থেকে ত্রিপুরার সিপাহীজলা চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে এক দল নতুন অতিথিদের।রবিবার সকাল নয়টা নাগাদ অসম-ত্রিপুরা সীমান্তের অসম চুরাইবাড়ি ফরেস্ট অফিসে এসে পৌঁছে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার নিরাপত্তা সহ ছয় জনের একদল প্রতিনিধি।
সেখানে স্থানীয় বনকর্তা সঞ্জয় কুমার আহির জানান, ত্রিপুরার এই নতুন অতিথিদের মধ্যে রয়েছে দুটি রয়েল বেঙ্গল টাইগার, দুটি চিতা বাঘ,চারটি পাহাড়ী ময়না,চারটি সোনালী তিতির,চারটি রুপালি তিতির ও দুটি ভারতীয় ময়ূর।এর মধ্যে রয়েল বেঙ্গল টাইগার ও চিতা গুলো পুরুপুরি বাক্সের মধ্যে বন্দি অবস্থায় ছিল এবং পাখিগুলো পশু অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে। চুরাইবাড়িতে এসে পশুদের মুরগির মাংস খাবার দেওয়া হয়েছে।বংশ বৃদ্ধির জন্য পশুদের মধ্যে পুরুষ ও নারী উভয়েই রয়েছে।প্রায় দু’ঘন্ট বিশ্রাম করে সিপাহীজলা চিরিয়াখানার উদ্দেশ্যে রওনা দেয় তারা।
এদিকে জানা যায় ত্রিপুরা থেকে ফেরার পথে কয়েকটি সিংহ সুন্দরবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।