সুদূর অস্ট্রলিয়া থেকে অটো রিকশা নিয়ে ত্রিপুরা রাজ্যের গন্ডাছড়া পৌঁছলেন এক অস্ট্রলিয়ান পর্যটক। তিনদিন গন্ডাছড়া মহকুমার নারকেল কুঞ্জ সহ বিভিন্ন স্থান ঘুরে মঙ্গলবার সকালে গন্ডাছড়া ত্যাগ করলেন ওই পর্যটক। ওই অস্ট্রলিয়ান পর্যটকের সঙ্গে আলোচনা করে জানা গিয়েছে, ওই পর্যটক তিনমাস পূর্বে ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে দেখার জন্য বের হন।
আমাদের দেশের বিভিন্ন রাজ্য ঘুরে দেখার পর উত্তর পূর্বাঞ্চল রাজ্য গুলিতে প্রবেশ করেন ওই পর্যটক। রাজ্যের বিভিন্ন স্থান এবং পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শনের পর শনিবার ধলাই জেলার গন্ডাছড়ায় পৌঁছান তিনি। গন্ডাছড়া মহকুমার পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন স্থান পরিদর্শন শেষে মঙ্গলবার সকালে অটো চালিয়ে গন্ডাছড়া ত্যাগ করেন।
গন্ডাছড়া ত্যাগ করার প্রাক মুহূর্তে আমাদের সংবাদ প্রতিনিধি চন্দনলাল রায়ের সঙ্গে কিছুক্ষন আলোচনা হয়। আলোচনাকালে ওই অস্ট্রলিয়ান পর্যটক বলেন উনার নাম মিস্টার আলেক্স রিক্সাওয়ালা। নিজে চালিয়েই গোটা ভারতবর্ষ ঘুরছেন তিনি। গন্ডাছড়া মহকুমা ত্যাগ করার আগে ওই অস্ট্রলিয়ান পর্যটক মিস্টার আলেক্স সকলকে হাত নেরে বলেন ত্রিপুরা ইজ গ্রেট।