সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা।আজ তার শুভ জন্মদিন। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ যথাযোগ্য মর্যাদায় ১২৭ তম জন্মদিন পালন করা হয় রাজ্যে।১৮৯৭ সালের ২৩ জানুয়ারি ওড়িশার কটক শহরে (ওড়িয়া বাজার)তিনি জন্মগ্রহণ করেন। পরাধীন ভারতমাতার শৃঙ্খল খুলতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সুভাষচন্দ্র ছিলেন মহাত্মা গান্ধীর বিপরীত মতাদর্শী।তিনি মনে করতেন গান্ধীজির অহিংসার নীতি ভারতের স্বাধীনতা আনার ক্ষেত্রে যথেষ্ট নয়।
এই কারণে তিনি সশস্ত্র বিদ্রোহের পক্ষপাতী ছিলেন। তিনি যেভাবে দেশের জন্য কাজ করেছেন, ইংরেজ শাসনের বিরুদ্ধে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন তা একমাত্র তার দ্বারাই সম্ভব । যদিও তার মৃত্যুদিন নিয়ে অনেক বিতর্কিত মতবাদ রয়েছে । কিন্তু একটা কথা আছেনা, দেশপ্রেমের কখনো মৃত্যু হয়না । তিনি চিরকাল প্রতিটি ভারতবাসীর হৃদয়ে বিদ্যমান থাকবেন আমাদের মনের মণিকোঠায়। ভারতের স্বাধীনতা সংগ্রামে যার অবদান অনস্বীকার্য।
তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। দেশের আট থেকে আশি তাঁকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। দেশকে পরাধীনতার অন্ধকার থেকে মুক্তি দিতে প্রাণপ্রণ লড়েছিলেন এই বঙ্গ সন্তান। ২৩ শে জানুয়ারি উপলক্ষে প্রতিবছরের ন্যায় এই বছরও আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে বড় থেকে ছোট কচি কাঁচারা বিভিন্ন থিম নিয়ে সুসজ্জিত রেলির আয়োজন করেন।। এবং এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ আরো অন্যান্যরা।পাশাপাশি ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষ বসুর জন্ম জয়ন্তী উদযাপন করা হয়।। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী সহ আরো অন্যান্যরা।।