বাংলাদেশের এক মহিলাকে অবৈধভাবে ত্রিপুরাতে এনে গোপন ডেরায় নিয়ে বিগত পাঁচ দিন ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন এবং শারিরীক ভাবে নিরযাতন করে রাজ্যের দুই যুবক। শারিরীক নির্যাতন সহ্য করতে না পেরে গোপন ডেরা থেকে বাংলাদেশের মহিলা পালিয়ে ফের অবৈধভাবে বাংলাদেশে যাবার বাংলাদেশের মহিলাকে আটক করলো ইরানি থানার পুলিশ। ঘটনা কৈলাসহরের ইরানি থানার লাটিয়াপুড়া গ্রামে। বাংলাদেশের মহিলা আটক হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনা সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস জানান যে, চলতি মাসের সতেরো জানুয়ারী বাংলাদেশের নারায়ণগঞ্জের জান্নাত আখতার নামের মহিলা ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার অন্তর্গত ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছিলো।
জান্নাত আখতারের বাংলাদেশের বাড়িতে উনার স্বামী এবং আট বছরের ছেলেকে রেখে একাই এসেছিলো চিকিৎসা করাবার জন্য। জান্নাত আখতারের স্বামীর বন্ধু পূর্ণজিত দেবনাথের হাত ধরে খোয়াই দিয়ে প্রবেশ করেছিলো। পূর্ণজিত দেবনাথের বাড়িও বাংলাদেশে। তবে, সতেরো জানুয়ারী খোয়াই দিয়ে অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পাড় হয়ে রাজ্যে আসার সময় খোয়াইয়ের ধনঞ্জয় নামে এক যুবক সাহায্য করেছিলো বলে জান্নাত আখতার পুলিশকে জানায়। খোয়াইয়ের ধনঞ্জয় বাংলাদেশের পূর্ণজিত দেনাথের বন্ধু বলে জানা যায়। তবে, পূর্ণজিত দেবনাথের বাড়ি বাংলাদেশে হলেও সে বেশির ভাগ সময়ই রাজ্যের ধর্মনগর শহরে থাকে বলে ওসি যতীন্দ্র দাস জানান। ধনঞ্জয় সতেরো জানুয়ারী খোয়াই দিয়ে জান্নাত আখতারকে রাজ্যে প্রবেশ করিয়ে সেদিনই পূর্ণজিত দেবনাথের ধর্মনগরের গোপন ডেরায় নিয়ে যায় ধনঞ্জয়।
গোপন ডেরায় জান্নাত আখতারকে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে এমনকি প্রাননাশের হুমকি দেখিয়ে ধর্ষন করে ধনঞ্জয় এবং পূর্ণজিত দেবনাথ। কথা না শোনলে জান্নাতকে প্রচন্ড মারধোর করতো বলেও জানা যায়। পাঁচদিন অতিক্রান্ত হবার পর তেইশ জানুয়ারী মংগলবার সুযোগ বুঝে জান্নাত ধর্মনগরের গোপন ডেরা থেকে পালিয়ে কৈলাসহরের লাটিয়াপুড়া গ্রামে এক বাড়িতে উঠে পড়ে। কৈলাসহরের লাটিয়াপুড়া গ্রামটি ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া গ্রাম। তেইশ জানুয়ারী মংগলবার সন্ধ্যায় অপরিচিত এক মহিলা লাটিয়াপুড়া গ্রামে আসায় গ্রামবাসীদের সন্দেহ হয় এবং সাথে সাথেই ইরানি থানায় জানায়। খবর পেয়ে ইরানি থানার পুলিশ লাটিয়াপুড়া গ্রামে গিয়ে বাংলাদেশের মহিলাকে উদ্ধার করে ইরানি থানায় নিয়ে আসে। পাসপোর্ট আইনে জান্নাত আখতারের বিরুদ্ধে ইরানি থানার পুলিশ মামলা নিয়েছে এবং আগামীকাল কৈলাসহর আদালতে জান্নাত আখতারকে প্রেরণ করা হবে বলে ওসি যতীন্দ্র দাস জানিয়েছেন।