বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বুধবার গন্ডাছড়া মহকুমার ত্রিশকার্ডস্থিত ক্রিকেট ময়দানে শুরু হলো সিনিয়র ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট প্রতিযোগীতা। উক্ত টুর্নামেন্টে মহকুমার বারোটি ক্রিকেট দল অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন ক্রিকেট কর্মকর্তারা সহ সমাজসেবী এবং ক্রিকেট প্রেমীরা।
সংবাদের বিবরণে জানা গিয়েছে, চলছে শীত মরশুম। সর্বত্র মাঠে ময়দানে চলছে খেলাধুলার ধুম। কোন খেলাতেই পিছিয়ে নেই গন্ডাছড়া মহকুমা। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অধীনস্থ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ক্রিকেট এসোসিয়েশন লাগাতর চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে ক্রিকেট ময়দান থেকে প্রতিভা তুলে আনা যায়। সেইদিকে লক্ষ রেখে লাগাতর প্রয়াস চালিয়ে যাচ্ছে গন্ডাছড়া ক্রিকেট এসোসিয়েশন। সেইদিকে লক্ষ রেখে গন্ডাছড়া ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে ত্রিশকার্ড কলেজ সংলগ্ন ক্রিকেট ময়দানে বুধবার থেকে শুরু হয়েছে সিনিয়র ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট।
উক্ত টুর্নামেন্টে মহকুমার মোট বারোটি ক্রিকেট দল অংশগ্রহণ করে। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে তেত্রিশটি। প্রতিটি ম্যাচ হবে চল্লিশ ওভারের। ওই সিনিয়র ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয় বুধবার সকাল নয়টায়। ওই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুম্বুরনগর আর ডি ব্লকের ভাইস চেয়ারম্যান তথা খেলা প্রেমিক বিকাশ চাকমা, ক্রীড়া প্রেমিক এবং সমাজসেবী সমীররঞ্জন ত্রিপুরা, গন্ডাছড়া ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক তপন চৌধুরী এবং সভাপতি প্রীতিকুমার চাকমা।
টুর্নামেন্টে উপস্থিত ক্রিকেটারদের সঙ্গে অতিথিরা পরিচয় এবং করমর্দন শেষে সমাজ সেবক সমীররঞ্জন ত্রিপুরার বল-এ ব্যাট হাতে টুকা দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন ক্রীড়া প্রেমিক বিকাশ চাকমা। প্রচন্ড শীত থাকা সত্ত্বেও মাঠের চারপাশে দর্শকদের ভীড় বাড়তে দেখা যায়।