ত্রয়দশ বিধানসভার চতুর্থ দিনে বিধানসভা অধিবেশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ।বিধানসভা নির্বাচনে চতুর্থ দিনে বিরোধী দল গুলো রাজ্য সরকারের উপর প্রশ্ন ছুড়লেন।।বিধানসভা অধিবেশনের আজ চতুর্থ দিনেও সরগরম বিধানসভা।। বিরোধী রাজনৈতিক দল গুলো শাসক দলের উপর বিভিন্ন প্রশ্ন রাখলেন।। যা যা বর্তমানে ১২৫টি বিদ্যা স্কুল রয়েছে এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় ৩০ টি ঊনকোটি জেলায় 11 টি গোমতী জেলার ১৬ টি দক্ষিণ ত্রিপুরা জেলায় বারটি উত্তর ত্রিপুরা জেলায় ১৫ টি সিপাহীজলা জেলায় 16 টি খোয়াই জেলায় বারোটি ধোলাই জেলায় ১৩ টি বিদ্যালয় রয়েছে।
বুধবার রাজ্যবিধানসভায় বিধায়ক কিশোর বর্মন এবং বিধায়ক জিতেন চৌধুরীর এক প্রশ্নের উত্তরে বিদ্যালয়ের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা এই তথ্য তুলে ধরেন । তিনি জানান বিদ্যাজ্যোতি স্কুলে বিষয় শিক্ষক এবং অন্যান্য কর্মী নিয়োগের জন্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের আলাদা কোন গাইডলাইন্স নেই কিন্তু শিক্ষা দপ্তর সিবিএসসি অনুমোদিত এই সমস্ত বিদ্যালয়ে অন্যান্য বিষয়ের পাশাপাশি স্পেশাল এডুকেটর কম্পিউটার সাইন্স শিক্ষক পদে নিয়োগ শুরু করেছে এবং লাইব্রেরিয়ান ও ডিজিটাল এডুকেশন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শীঘ্রই শুরু করবে।
এছাড়াও বিদ্যা জ্যোতি স্কুল কর্তৃপক্ষ দ্বারা বেশ কয়েকজন চুক্তিবদ্ধ কর্মী নিয়োগ করা হয়েছে বিদ্যালয়ের পরিকাঠামো তৈরি একটি চলমান প্রক্রিয়া প্রয়োজন অনুসারে পরিকাঠামো নির্মাণের কাজ বিদ্যালয়ের শিক্ষা দপ্তর করে থাকেন তবে বিভিন্ন বিদ্যা জ্যোতি স্কুলে অন্যান্য পরিকাঠামোর সাথে সাথে ইন্টারনেট পরিষেবা লাইব্রেরী অডিও ভিজুয়াল ক্লাসরুম ক্লোস্ট সার্কিট টেলিভিশন ক্যামেরা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি পরিকাঠামো যুক্ত করা হচ্ছে। পাশাপাশি এই দিন খাদ্য দপ্তরের পক্ষ থেকে বিগত ২০২০ ২১ ২০২১ ২২ এবং ২০২২ ২৩ এই তিনটি অর্থ বছরে রবি ও খারিফ মৌসুমে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে মোট এক লক্ষ একত্রিশ হাজার ২৭৯ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে এতে রাজ্যে মোট ৬৭ হাজার ১৭৮ জন কৃষক উপকৃত হন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক জিতেন চৌধুরীর এক প্রশ্নের উত্তরে খাদ্য ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য তুলে ধরেন বিধানসভার অধিবেশনে।
খাদ্যমন্ত্রী জানান কেন্দ্রীয় সরকারের ডিসেট্রাইলাইজড প্রোকিওর ম্যাড পদ্ধতিতে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করে এবং আনফেনেট মিলার দ্বারা মিলিং করে উৎপাদিত চাল গণবন্টন ব্যবস্থার মাধ্যমে বিতরণ করে কৃষকদের ধানের মূল্য প্রথমে খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট ফান্ড থেকে সরাসরি কৃষকদের একাউন্টে প্রদান করা হয। এবং পরবর্তী সময়ে এই অর্থ কেন্দ্রীয় সরকারের কনজিউমার অ্যাফেয়ার্স ফুড এন্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রণালয় খাদ্য দপ্তরকে রিম বার্ডসমেন্ট করে থাকে।
পাশাপাশি এই দিন শিক্ষামন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা কেন্দ্রীয় সরকার রাজ্যের ৫৭ টি বিদ্যালয়কে পিএম মিস্ত্রী প্রকল্পের জন্য প্রথম ধাপে অনুমোদন দেওয়ার তথ্য তুলে ধরেন। তিনি বলেন ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রজেক্ট এপ্রুভাল বোর্ড দ্বারা ২৬২৩. ৭৭ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে বুধবার রাজ্য বিধানসভায় বিধায়ক শৈলেন্দ্রনাথের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী অর্থাৎ মানিক সাহা এ বিষয়ে জানিয়েছেন । তিনি জানান দ্বিতীয় ধাপে ৪৮ টি বিদ্যালয়কে পিএম শ্রী স্কুলের আওতায় আনার জন্য রাজ্যস্তরে বাছাই করা হয়েছে এবং রাজ্যস্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।বিধানসভা অধিবেশনের চতুর্থ দিনেও সর্বলম বিধানসভা বিরোধী রাজনৈতিক দলগুলোর শাসকদলের উপর বিভিন্ন প্রশ্ন রাখলেন