বাস গাড়ির ধাক্কায় আহত ব্যাংক কর্মী, পা ভেঙ্গে চুরমার সোনামুড়া রাঙামাটিয়া বাস ও বাইকের গুরুতরভাবে আহত এক ব্যাংকে কর্মী। ঘটনাস্থল থেকে পালিয়ে গেলো ঘাতক বাস গাড়ি। ঘটনা মঙ্গলবার সকালে।
আহত ব্যাংক কর্মীর নাম নয়ন দেবনাথ পিতার নাম বিজয় কৃষ্ণ দেবনাথ বাড়ি বৈরাগী বাজার রাধানাথ চৌধুরী পাড়া। ঘটনা বিবরণে জানা যায় মেলাঘরের দিক থেকে সোনামুড়া দিকে আসছিলো TR01A6981 নাম্বার পালসার বাইক নিয়ে নয়ন দেবনাথ সোনামুড়া এক্সিস ব্যাংকে যাওয়ার পথে অপর দিক তথা সোনামুড়া থেকে মেলাঘর উদ্দেশ্যে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাস ধাক্কা মারে পালসার বাইক সহ ব্যাংক কর্মী নয়ন দেবনাথ কে, ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যায় ব্যাংক কর্মী নয়ন দেবনাথ।
তাতে নয়ন দেবনাথ এর একটি পা ভেঙে দুমড়েমুচড়ে যায়, ঘটনাস্থল স্থল থেকে পালিয়ে যায় পালিয়ে যায় ঘাতক বাস গাড়ি, স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দিলে সোনামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যাংক কর্মী নয়ন দেবনাথ কে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক নয়ন দেবনাথের অবস্থা বেগতি দেখতে পেয়ে তাকে দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে। অন্যদিকে ঘাতক গাড়িটির সন্ধানে নেমেছে সোনামুড়া থানা পুলিশ।