আসামের নিলামবাজারে সর্বনাশা ড্রাগস সহ আটক তিন যুবক।– ড্রাগসে বিরোধী অভিযানে আবারও সাফল্য পেলো আসামের নিলামবাজার থানার পুলিশ অভিযানে ফের বিপুল পরিমান ড্রাগস সহ ধরা পড়ল তিন যুবক।
সোমবার সকালে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ড্রাগস সমেত তিন যুবক ধরা পড়ে পুলিশের পাতা জালে।এদিন স্থানীয় থানার ওসি দীপজ্যোতি মালাকার গোপন খবরের ভিত্তিতে কনকপুরে রেলগেট সংলগ্ন এলাকায় সাদা পোশাকে অভিযানে নেমে এ সাফল্য পান।
আটক যুবকদের তল্লাশি চালিয়ে ড্রাগসগুলো উদ্ধার করে পুলিশ।ধৃতদের মধ্যে রয়েছে কমরুল ইসলাম,কবির উদ্দিন ও হাসান আহমদ।উভয়ের বাড়ি সিঙ্গারি এলাকায়।ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।