আমজাদ নগর এলাকায় শনিবার রাত সাড়ে নয়টা নাগাদ হঠাৎ গ্রেনেড বোম বিস্ফোরণ । এই ঘটনা ঘটে আমজাদনগর পূর্ব পাড়ার
সীমান্তের কাঁটাতারের ৬৩ নং গেটে। আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করতে হয়েছে এলাকার লোকজনদের ।
কিন্ত গ্ৰেনেড বোম বিস্ফোরণের কারণে কোন ধরনের হতাহতের ঘটনার খবর পাওয়া যায় নি। কেন, এই গ্ৰেনেড বিস্ফোরণ করতে হলো সীমান্ত রক্ষী বাহিনীরা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। তবে জানা যায় পাচারকারীদের রুখতে নাকি এই গ্ৰেনেড বিস্ফোরণ করতে হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীদের ।
এই দিকে রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিলোনীয়া মহিলা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আমজাদ নগর ৪৩ নং সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে। আমজাদ নগরের পূর্ব পাড়ার বাসিন্দা রং মালা আক্তার নামে এক মহিলা লিখিত অভিযোগ দায়ের করে মহিলাদের মারধর ও বাড়িঘর ভাঙ্গচুরের অভিযোগ তুলে।
মহিলা থানা অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত করতে আমজাদ নগর এলাকায় ছুটে যায় মহিলা থানার ওসি সহ পুলিশ কর্মীরা। এই ঘটনায় চাপা ক্ষোভ বিরাজ করছে আমজাদ নগর এলাকায়।
বিলোনীয়া মহকুমাধীন ঋষ্যমুখ ব্লকের আমজাদ নগর ভারত বাংলা সীমান্তবর্তী ঘেষা এলাকা । সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাদে পাচারের করিডোর হিসেবে ব্যাবহ্রত হচ্ছে এই এলাকা।সীমান্তে রক্ষী বাহিনীদের তোয়াক্কা না করে একাংশ পাচারকারী এপার ওপার পাচার করে যাচ্ছে।
এর ফলে প্রতিনিয়ত বিএসএফ জওয়ানদের সাথে পাচারকারীদের মধ্যে ঝামেলা বাঁধে। এই নিয়ে সীমান্ত এলাকা উত্তপ্ত হয়ে উঠে।গত শনিবার রাতেও পাচার সংক্রান্ত ঘটনার জের ধরে ঋষ্যমুখ ব্লকের সীমান্তবর্তী আমজাদ নগর এলাকায় সাময়িক উত্তপ্ত হয়ে উঠে ।