কালো মাটি নাকি কয়লা,দ্বন্দ্বে পড়ে স্থানীয়রা!কালো মাটিকে কয়লা ভেবে গুজব না ছড়ানোর আহ্বান কৈলাসহরের মহকুমা শাসকের। প্রাচীন কালের বৃক্ষ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়। সাধারণতঃ কয়লা কালো বর্ণের হয়ে থাকে।
যা কার্বনের একটি রূপ। আর কালো বর্ণের মাটি ঘিরে কয়লা ভেবে আতঙ্কিত শহর উত্তরাঞ্চলের এক পরিবার। কৈলাসহর ইরানি গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডে ইসমাইল আলী উনার বসত ঘর তৈরীর জন্য যখন ঘর নির্মাণের জন্য কাজ করছিলেন তখন মাটি কাটতেই প্রায় ২ফুট নিচের সমস্ত মাটি কালো রঙের দেখা যাচ্ছিলো।
বসত ঘর নির্মাণের সময় এই ধরনের কালো মাটি দেখে ইসমাইল আলী সহ এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলেই অনুমান করেন এটা কয়লা হতে পারে। তড়িঘড়ি মহকুমা শাসকের অফিসে খবর দালে ঘটনাস্থলে যান মহকুমা শাসক প্রদীপ সরকার এবং অতিরিক্ত মহকুমা শাসক নব কুমার জমাতিয়া।
শহর উত্তরাঞ্চলের ইরানি এলাকায় ইসমাইল আলীর বাড়িতে গিয়ে গোটা ঘটনা প্রত্যক্ষ করেন মহকুমা শাসক এবং অতিরিক্ত মহকুমা শাসক। সেখানে যাবার পর তারা ভালো ভাবে সেই মাটিতে আগুন ধরে কি না সেটা পরীক্ষা করে দেখেন।
কিছুক্ষণ দেখার পর বুঝতে পারেন যে এটা কয়লা নয় এটা একধরনের মাটি যার রঙ কালো এবং সেটা কয়লা আকৃতির ও নয়। গোটা ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়তেই বহু লোক সেখানে ভিড় জমাতে থাকেন।
তবে মহকুমা শাসক এবং অতিরিক্ত মহকুমা শাসকের প্রাথমিক ভাবে দেখার পর এটা কয়লা নয় এটা এক ধরনের কালো মাটি বলেই অভিমত ব্যক্ত করেন। তবে এই কালো মাটিকে কয়লা ভেবে এলাকাবাসীর মধ্যে একটা ভ্রান্ত ধারনার সৃষ্টি হয়েছে। তাই কাউকে গুজব না ছড়ানোর জন্য আহ্বান রাখেন মহকুমা শাসক প্রদীপ সরকার।