পরিবার সমেত শৈবতীর্থ ঊনকোটি পরিদর্শনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ বিকেলে সপরিবারে কৈলাসহরে আসেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি প্রথমে কৈলাসহর এসে সার্কিট হাউসে উঠেন। সার্কিট হাউজে কিছুক্ষণ বিরতি নেওয়ার পর সপরিবারে চলে আসেন শৈবতীর্থ ঊনকোটি পরিদর্শন করতে।
আজ দুপুরে সপরিবারে ঊনকোটি পরিদর্শন করেন। রাজ্যপালের সঙ্গে ছিলেন উনার সহধর্মিনী সহ পরিবারের নয় সদস্য। ঊনকোটির সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হন। ঊনকোটি পরিদর্শন শেষে তিনি বলেন অন্যান্য রাজ্যে গিয়ে মানুষ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন।
কিন্তু ত্রিপুরায় মানুষ আসেন ঊনকোটি পরিদর্শন করার জন্য। ঊনকোটি পরিদর্শন শেষে রাজ্যপাল চলে যান এশিয়ার সর্ববৃহৎ ড্রায়ার সম্পন্ন চা বাগিচা মনুভ্যালীতে। মনুভ্যালী বাগান পরিদর্শন শেষে রাজ্যপাল পুনরায় চলে আসেন কৈলাসহর সার্কিট হাউসে। জানা গেছে আজ রাত রাজ্যপাল কৈলাসহর সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন। আগামীকাল সকালে রাজ্যপাল কৈলাসহর থেকে ধর্মনগর হয়ে বিএসএফ হেডকোয়ার্টার পানিসাগরে যাবেন। জানা গেছে ত্রিপুরার বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন শৈবতীর্থ ঊনকোটি, ডুম্বুর জলাশয়, নারিকেল কুঞ্জ, ছবিমূড়া, নীরমহল, সিপাহীজলা অভয়ারণ্য সহ অন্যান্য পর্যটনকেন্দ্র পরিদর্শন করতে রাজ্যপাল চার দিনের জন্য বেরিয়েছেন। আগামী ২৮ ডিসেম্বর রাজ্যপালের সফর শেষ হবে বলে জানা গেছে।