গোপন সংবাদের ভিত্তিতে ফের একবার ব্রাউন সুগার সহ দুই নেশা কারবারিকে আটক করে খোয়াই থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে ফের একবার সাফল্য পেল খোয়াই থানার পুলিশ ।
গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী অটোতে তল্যাশী চালিয়ে ১২ গ্রাম ব্রাউন সুগার দুটো মোবাইল ফোন সহ দুই নেশা কারবারিকে আটক করে খোয়াই থানার পুলিশ। আটক দুই নেশা কারবারি নাম রাজু দেব এবং প্রসেনজিৎ দেব রায়,তাদের প্রত্যেকের বাড়ি মোহনপুর থানা এলাকায় । বিবরণে জানা যায় বুধবার সকালে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদারের নিকট গোপন সংবাদ আসে যে মোহনপুর থেকে একটি যাত্রবাহী অটো গাড়ি করে কিছু নেশা সামগ্রী নিয়ে খোয়াই এর উদ্যেশে রওনা হয়েছে,সেই মোতাবেক খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদার খোয়াই থানার ওসি সুবীর মালাকারকে সাথে নিয়ে খোয়াই বেলফাঙ্গ এলাকায় উৎপেতে বসে থাকে । সেই মোতাবেক টিআর০১জে ৪২০৪ নাম্বারের যাত্রীবাহী অটো গাড়িটি বেলফং এলাকায় এসে পৌঁছলে,গাড়িটিকে আটক করে তল্যাশি চালিয়ে ১২ গ্রাম ব্রাউন সুগার দুটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ । পরবর্তী সময়ে উদ্ধারকৃত নেশা সামগ্রী সহ গাড়িতে থাকা দুই নেশা কারবারি তথা রাজু দেব এবং প্রসেনজিৎ দেব রায়কে গাড়ি সহ খোয়াই থানায় নিয়ে আসে পুলিশ । বর্তমানে আটক দুই নেশা কারবারিকে খোয়াই থানায় জিজ্ঞাসাবাদ চালিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।অন্যদিকে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি মজুমদার। নেশা বিরোধী অভিযানে খোয়াই থানার একের পর এক সাফল্যকে সাধুবাদ জানাচ্ছেন গোটা খোয়াইবাসী । কেননা এই নেশা কারবারিদের বারবাড়ন্ত বর্তমান যুবসমাজ ধ্বংসের পথে, বর্তমান যুবসমাজ এবং যুবকদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে,ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা নেশা কারবারিদের দমন করা অত্যন্ত আবশ্যক । বর্তমান সময়ে খোয়াই থানার পুলিশ যে ভাবে নেশা বিরোধী অভিযান চালিয়েছেন, আগামীদিনেও যদি এই ধরনের অভিযান জারি থাকে তবে খুব শীগ্রই গোটা খোয়াই একটা সুস্থ সমাজ রূপে ফিরে পেতে পারে খোয়াইবাসী।