প্রায় ৭৫ হাজার জাল টাকা উদ্ধার করল পুলিশ। ঘটনায় আটক করা হয়েছে একটি গাড়ি সহ তিনজনকে। ঘটনার তদন্তে পুলিশ।
ঘটনার বিবরণে জানা গেছে, চাকমাঘাট থেকে মনু যাওয়ার পথে উপনগর নাকা পয়েন্টে পুলিশ প্রতিদিনকার মত যানবাহন তল্লাশি চালাচ্ছিল রবিবার সন্ধ্যায়। সেই সময় টি আর০১-বিভি-০৭৯২ নম্বরের একটি গাড়ি আসে। গাড়িতে চালক সহ তিনজন ছিল বলে জানা গেছে। পুলিশ গাড়িটিকে তল্লাশি চালালে ভারতীয় ৫০০ টাকার বান্ডিলে মোট ৭৫ হাজার টাকা উদ্ধার হয়। সেগুলি সবগুলিই ছিল জাল টাকা। সঙ্গে সঙ্গে পুলিশ তিনজনকে আটক করেছে। তিনজন হল যথাক্রমে মনিল দেববর্মা, পরিবেশ দেববর্মা ও অনিল দেববর্মা। তাদের বাড়ি তেলিয়ামুড়া থানাধীন বৈরাগীঢেপা এলাকায়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।