হেলথ সেক্রেটারির মারধরে গুরুতর আহত এক বেসরকারি নিরাপত্তা কর্মী। ঘটনাটি ঘটেছে আগরতলা জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে বলে জানা গেছে। ঘটনায় আহত নিরাপত্তা কর্মীর নাম নবকুমার সিনহা। তার বাড়ি ধর্মনগরে। জানা গেছে সে কিছু দিন আগে আগরতলায় কাজে যোগদান করেছে। তবে আইন হাতে তুলে নিয়ে কোনো তথ্য প্রমান ছাড়াই ওই বেসরকারি নিরাপত্তা কর্মীর উপর চড়াও হওয়ার ঘটনায় হেলথ সেক্রেটারির ভুমিকায় প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর জিবিপি হাসপাতালে একটি চুরির ঘটনা ঘটেছে। যেখানে চুরি হয়েছে সেই জায়গার দায়িত্বে ছিল বেসরকারি নিরাপত্তারক্ষী নবকুমার সিনহা। ঘটনাকে কেন্দ্র করে হেলথ সেক্রেটারি সহ আরও দুই স্বাস্থ্য আধিকারিক তার উপর চড়াও হয় বলে অভিযোগ। সে থাকা অবস্থায় কিভাবে চুরি হল তার জন্য জবাব চাইতে থাকেন তারা। একসময় তারা নিরাপত্তা রক্ষী ওই যুবককে মারধর করলে সে মাটিতে লুটিয়ে পরে। পরবর্তীতে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিয়েছে বলে খবর। ঘটনার তার মাথায় ও কানে প্রচণ্ড আঘাত লেগেছে বলে খবর। অসুস্থতা কাটিয়ে সোমবার নবকুমার সিনহা পুনরায় কাজে যোগ দিলে আবারো সে অসুস্থ হয়ে পরে। হেলথ সেক্রেটারির আঘাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে বলে দাবী তার। যদিও তাকে চিকিৎসার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তক্রমে দোষীদের শাস্তির দাবী উঠেছে।