যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম নরেন্দ্র মলসম (১৯)। ঘটনা,তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত শালকাকামী এলাকায় । জানা গেছে, বাইক গিয়ে বিএসএফ এর গাড়িতে ধাক্কা খায় ওই যুবক। তাতেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বাইক চালক যুবক। উল্লেখ্য রাজ্যে পথ দুর্ঘটনায় প্রতিনিয়তই প্রাণহানির ঘটনা ঘটে চলেছে। বেশিরভাগ দুর্ঘটনার পেছনেই দ্রুত বেগে যানবাহন চালানোর বিষয়টি দায়ী বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। তেলিয়ামুড়া মহকুমার শালকাকামী বাইক নিয়ে দ্রুত বেগে চলতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে এসে ধাক্কা দেয় বলে জানা গেছে । দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন সেখানে ছুটে যান এবং সেখান থেকে খবর পাঠানো হয় পুলিশকে। পুলিশ এসে সেখান থেকে ওই যুবকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। পুলিশের প্রাথমিক তদন্তেও জানা গেছে বাইক চালকের অসাবধানতা ও দ্রুতগামীতার কারণেই এই ভয়াবহ মন্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় মৃতের পরিবার পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।