বিদ্যুৎ পরিবাহী লাইনের উপরের গাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে পড়ে গুরতরভাবে আহত এক শ্রমিক। তার নাম চন্দ্রকান্ত জমাতিয়া। ঘটনা সোমবার সকালে অমরপুর নগর পঞ্চায়েতের অধীন আনন্দধারা প্রেক্ষাগৃহ চত্বরে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে বেসরকারি ওই শ্রমিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জানা গেছে, বিদ্যুৎ পরিবাহী লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থাতেই তারা কাজ করছিল। হঠাৎ কিভাবে বিদ্যুৎ সংযোগ হয়ে গিয়েছে তা তারা বুঝে উঠতে পারেনি। কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হওয়া শ্রমিককে প্রয়োজনীয় আর্থিক সাহায্য এবং চিকিৎসা খরচ বহন করার জন্য জোরালো দাবি উঠেছে।