আগরতলা, ২৩ সেপ্টেম্বর: জন আরোগ্য যোজনার পঞ্চম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ আগরতলা মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ও মুখ্য স্বাস্থ্য আধিকার পশ্চিম ত্রিপুরার সহযোগিতায় পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আগরতলা জগহরিমুড়া হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার এর সামনে থেকে জন আরোগ্য যোজনার ৫ বছর পূর্তি উপলক্ষে এক পদযাত্রা শুরু হয়েছে।
জনগণকে আয়ুষ্মান কার্ড করার জন্য সচেতন করাই হল এই পদযাত্রা উদ্দেশ্য। পদযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় হেলথ সেন্টারের সামনে গিয়ে শেষ হয়েছে।