আবারো ড্রাগসের কড়াল গ্রাসে বলি হতে হলো এক উঠতি বয়সের যুবকের। ঘটনা ঘিরে কল্যাণপুর সহ সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। দিন যতই এগিয়ে চলেছে ততই নেশার ভয়াবহতার মারণরূপ বিস্ফোরণের আকার ধারণ করতে চলছে। সোমবার পড়ন্ত বিকেলে কল্যাণপুরে মাত্রাতিরিক্ত ড্রাগস সেবন করে মৃত্যু হল ২৬ বছর বয়সী জনজাতি এক যুবকের। বিষয়টি চাক্ষুষ করেই সাধারনের মধ্যে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ, খোয়াই জেলার চাম্পাহাওর থানাধীন চন্দ্রনাথ ঠাকুর পাড়ার বাসিন্দা সুবোধ দেববর্মার ছেলে প্রকাশ দেববর্মা বেশ কয়েক মাস ধরে ড্রাগসের খপ্পরে পড়ে। ইদানিং তার নেশার সেবনের দাপট বাড়ায়। আজ কল্যাণপুর বাজার লাগোয়া জনৈক বাদল দেবের বাড়িতে প্রাকৃতিক কার্য্য সম্পাদনের শৌচাগারে যায় অপরিচিত এক যুবক। দীর্ঘ সময় পরও সে শৌচাগার থেকে বের না হওয়ায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। সন্দেহ দূর করতে সামনে এগিয়ে আসলে বুঝতে পারেন তাদের শৌচাগার ভেতর থেকে বন্ধ হয়ে আছে। ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ নেই। মুহূর্তের মধ্যেই খবর দেওয়া হয় নিকটবর্তী কল্যাণপুর থানার পুলিশকে। পুলিশ ছুটে এসে শৌচাগারের দরজা ভাঙলে দেখা যায় ভেতরে উপুর হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে সংশ্লিষ্ট যুবককে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে যুবকে মৃত বলে ঘোষণা করেন। আশ্চর্যের বিষয় শৌচাগারে যুবকটির হাতের মুঠোয় ড্রাগস ব্যবহারের সিরিঞ্জ উদ্ধারের ঘটনাটি রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়। সংশ্লিষ্ট যুবক অত্যাধিক হারে ড্রাগস ব্যবহার করতে গিয়েই মৃত্যুর মুখে পতিত হয়েছে তা আজকের পারিপার্শ্বিক চিত্রে সহজেই প্রমানিত। মৃতদেহ বর্তমানে কল্যাণপুর হাসপাতালের মর্গে রয়েছে। বিগত তিন মাসে একই রকম ভাবে আরো দুই যুবকের প্রাণ যায়। রাজ্যে নেশার বাড় বাড়ন্ত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় এই নেশার কবলে মৃত্যু হচ্ছে যুবকদের। সামাজিক এই অবক্ষয়ের বিরুদ্ধে রুখে না দাড়ালে ক্রমে তা ব্যাপক আকার ধারন করবে তা আর বলার অপেক্ষা রাখে না ।